প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ৫:২৪:০৭ প্রিন্ট সংস্করণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : করোনার বিস্তার রোধে সরকারি নির্দেশনা অমান্য করায় দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমান আদালত দুই ব্যবসায়ী ও তিন মোটর বাইক চালকে জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে কলাপাড়ার সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী হাকিম জগৎবন্ধু মন্ডল এ জরিমানা করেন।
জানা যায়, নীলগঞ্জ পাখিমারা বাজারে মুদি দোকানদার মো. মিজানুর রহমান দুই হাজার পাঁচ শত টাকা, শেখ কামাল সেতু সংলগ্ন রেস্তরা মালিক মো.জসিমকে পাঁচ শত টাকা, কলাপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন মোটর বাইক চালক রিয়াদ মোর্শেদ দুই শত টাকা, সঞ্জয় কর্মকার দুই শত টাকা, মো.মুছাকে দুই শত টাকা জরিমানা করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।