দেশজুড়ে

কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কে যাতায়াত জোয়ার ভাটার উপর নির্ভরশীল

  প্রতিনিধি ২৯ মে ২০২০ , ৪:১৫:১৯ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া থেকে কুয়াকাটা যাওয়ার একমাত্র বিকল্প সড়কের বালিয়াতলী খেয়া পারাপার এখন অনেকটা জোয়ার ভাটার উপর নির্ভরশীল হয়ে পরেছে সামান্য জোয়ার হলে ডুবে যায় উপজেলার বালিয়াতলী খেয়াঘাটের এই গাংওয়ে অথচ খেয়া দিয়ে প্রতিদিন পাঁচটি ইউনিয়নের হাজার হাজার মানুষ কষ্টকরে যাতায়াত করে শিশু, বয়ঃবৃদ্ধ রোগীদের সবচেয়ে বেশী ভোগান্তিতে পরতে হয়

খেয়া পারাপারের সময় যাত্রী রেজাউল ইসলাম জানান, জোয়ারের সময় খেয়াঘাট দিয়ে আসলে আমাদের ভোগান্তির শেষ থাকে না রাসেল মিয়া জানান, এখন জোয়ার জানলে খেয়া পারাপার হতাম না কষ্ট হলেও অন্য পথ দিয়ে ঘুরে আসতাম

বালিয়াতলী খেয়াঘাট ইজারাদার মো. মুসা গাজী জানান, পাঁচটি ইউনিয়নের মানুষ খেয়া দিয়ে প্রতিদিন যাতায়াত করে জোয়ারের সময় খেয়া দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না

এব্যাপারে কলাপাড়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, বালিয়াতলী খেয়াঘাটটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত রয়েছে ঘূর্ণিঝড় আমফানে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে অল্পতে গাংওয়ে ডুবে যায় অতিসত্ত¡ এটি মেরামতের ব্যবস্থা করবো তাৎক্ষনিক ভাবে বালুর বস্তা ফেলে ব্যবস্থা নেয়া হবে

আরও খবর

Sponsered content