প্রতিনিধি ৭ আগস্ট ২০২০ , ৮:০২:২৬ প্রিন্ট সংস্করণ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ ঘটিকায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের নিজ কার্যালয় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব, মাষ্টার খায়বর হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব, ফিরোজ আহম্মেদ স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব, শহিদুল ইসলাম, ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শামসুদ্দিন আল বাবু, চার নং লাঙ্গল ঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম, পাঁচ নং কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিল হোসেন, চেয়ারম্যান মনিরুল ইসলাম, চেয়ারম্যান মনির হোসেন, চেয়ারম্যান আসলাম হোসেন, চেয়ারম্যান রবিউল হাসান, পৌর কাউন্সিলর এস এম মফিজুল হক, আকিমদ্দীন আকি, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে আগামী ১৫ই অগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন বিষয় সিদ্ধান্ত গৃহিত হয়।