প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৫ , ৪:২৭:১৮ প্রিন্ট সংস্করণ
শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে শতবর্ষের ঐতিহ্যবাহী কাজিপুর উপজেলার সোনামুখীতে শুরু হতে যাচ্ছে “ঐতিহ্যবাহী সোনামুখী মেলা”।
দুর্গাপূজাকে ঘিরে প্রায় ৩’শ বছর ধরে ইছামতি নদীর তীর ঘেষে সোনামুখীতে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এক সময়কার প্রবাহমান ইছামতি নদীর তীর ঘেঁষে এই মেলায় আগে ভারতের কোলকাতা থেকে ব্যবসায়ীরা আসতো। বর্তমানে ইছামতির সেই প্রবাহমানতা না থাকলেও মেলার বুক চিরে বয়ে যাওয়া সিরাজগঞ্জ সোনামুখী ভায়া বগুড়ার ধুনট-শেরপুর আন্তঃজেলা সড়কের কারণে দূর দুরান্ত থেকে ব্যবসায়ীরা তাদের পণ্যসামগ্রি নিয়ে আসেন।
মেলাকে ঘিরে আদর আপ্যায়ন, ধুতী, পাঞ্জাবী, জামা-কাপড়, ছাতি, পাটা দেয়া-নেয়া বাঙালী জাতির হারানো ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়।
স্থানীয় লোকজন এই মেলা থেকে তাদের পুরো বছরের জন্যে আসবাবপত্র, স্টিলের সামগ্রি, দা, কাঁচি, ছুরিসহ সংসারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করে থাকে। বিশেষ করে কয়েক কোটি টাকার কাঠের সামগ্রি এই মেলায় ক্রয়-বিক্রয় হয়ে থাকে।
শতবর্ষী এ মেলায় চিত্ত বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, ইলেক্ট্রনিক নৌকা, বাচ্চাদের খেলাধূলার সামগ্রী।
মেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মেলার কমিটি পুলিশের পাশাপাশি একটি শক্তিশালী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মেলার ইজারাদার বিএনপি নেতা ফজলুল হক জানিয়েছেন, এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মেলাও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিভিন্ন কমিটি গঠন করে দায়িত্ব বন্টন করা হয়েছে। ব্যবসায়ীদের মাঝে জায়গা বরাদ্দ প্রক্রিয়া চলছে। আগামী ১০ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের সোনামুখী মেলা। প্রতিবছরের ন্যায় এবারও জাকজমকপূর্ন ভাবে মেলা আয়োজন করতে চাই।











