ঢাকা

কাপাসিয়ায় পূজা উদযাপন ফন্ট্রের মতবিনিময় সভা

  কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৫ , ৪:২৯:০৪ প্রিন্ট সংস্করণ

কাপাসিয়ায় পূজা উদযাপন ফন্ট্রের মতবিনিময় সভা

শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হওয়ায় গাজীপুরের কাপাসিয়ায় শনিবার সকালে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।

কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি প্রাঙ্গনে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিত্বে ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি কার্যকরী কমিটির আহবায়ক আফজাল হোসাইন বেপারীর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিল্টন সরকার, সিনিয়র সহ সভাপতি জীবন ভৌমিক, সাধারণ সম্পাদক কৃষ্ণচন্দ্র পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি চিত্ত রঞ্জন সাহা, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সজ্ঞীব কুমার দাস প্রমুখ।

আরও খবর

Sponsered content