প্রতিনিধি ১১ মে ২০২০ , ৭:২২:৩৬ প্রিন্ট সংস্করণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে ‘অগ্রণী ব্যাংক লিমিটেড’ কাপাসিয়া শাখা বন্ধ রাখায় এ শাখার হাজার হাজার গ্রাহক পড়েছেন চরম বিপাকে । করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের ফলে দীর্ঘদিন যাবৎ লকডাউন ও ব্যাংকিং লেদদেন সীমিত থাকায় চরম দুর্ভোগে ছিলেন তারা। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় কিছুটা স্বস্তি ফিরে পেলেও এ শাখায় এসে লেনদেনে ব্যর্থ হয়ে নিরুপায় হয়ে পড়েছেন তারা।
সরেজমিনে দেখা যায়, ‘অগ্রণী ব্যাংক লিমিটেড’ কাপাসিয়া শাখার নিচ তলার প্রধান ফটকে এ শাখা কর্তৃপক্ষ এখনো সপ্তাহে দুদিন (রোববার ও বৃহস্পতিবার) ১০ টা থেকে ১২ পর্যন্ত লেনদেন কার্যক্রম চলমান থাকবে বলে নোটিশ ঝুলিয়ে রেখেছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত গ্রাহক এ নোটিশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সম্প্রতি করোনা পরিস্থিতির কারণে অনেকেই দীর্ঘদিন যাবৎ ব্যাংকে না এসে ধার দেনার মাধ্যমে প্রয়োজনীয় খরচ ও সংসার চালাচ্ছিলেন বলে জানান।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার (চলতি মাসের ১০ তারিখ থেকে সকল ব্যাংকে রোববার থেকে বৃহস্পতিবার ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনেদেন করা যাবে) ফলে ব্যাংকে এখন ভিড় কিছুটা কম হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে লেনদেন করা যাবে ভেবে তারা এসেছিলেন। কিন্তু এ রকম পরিস্থিতিতে গ্রাহকরা নিরুপায় হয়ে পড়েছেন। এ সিদ্ধান্ত বলবৎ থাকলে কাপাসিয়া উপজেলার মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার হাজার হাজার শিক্ষক কর্মচারী আসন্ন ঈদুল ফিতরের আগে তাদের বেতন বোনাসের টাকা উত্তোলন করতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে এ শাখার ব্যবস্থাপক রঞ্জন কুমার জানান, তাদের ব্যাংক কর্তৃপক্ষ লিখিত নির্দেশনা দিলে নতুন সময়সূচী অনুযায়ী লেনদেন শুরু হবে, তার আগ পর্যন্ত এ ভাবেই চলবে।