প্রতিনিধি ৬ এপ্রিল ২০২০ , ৭:৫৫:২২ প্রিন্ট সংস্করণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়ায় গতকাল সোমবার সকালে শ্বাসকষ্টে আক্রান্ত এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। দুই সন্তানের জননী ওই নারী উপজেলার তরগাঁও গ্রামের অধিবাসী। স্থানীয়দের মাঝে এটি করোনা ভাইরাস লক্ষণজনিত মৃত্যু বলে আতঙ্ক বিরাজ করছে। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবদুস সালাম সরকার জানান, ওই নারীর বর্তমানে জ¦র ও সর্দি কাশি ছিলনা। তিনি প্রায় তিন বছর যাবৎ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। গত তিন দিন যাবৎ তার শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে হাসপাতালে না এসে স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়েছিলেন ও ইনজেকশন নিয়েছিলেন। গতকাল সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে আমাদের ডাক্তার পাঠিয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি তিনি জ¦রে আক্রান্ত ছিলেন না। তাই তার দাফন স্বাভাবিক ভাবেই সম্পন্ন হবে। তারপরেও অধিক সতর্কতার জন্য ওই নারী ও তার স্বামীসহ পরিবারের সদস্যদের রক্তের নমুনা সংগ্রহ করেছি এবং পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।