প্রতিনিধি ৩ মে ২০২০ , ৬:৩৪:০১ প্রিন্ট সংস্করণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়ায় রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা রিক্সার অপর দুই যাত্রী অক্ষত রয়েছে। নিহত মহিলার নাম, আফিয়া খাতুন (৫৫), তিনি দস্যুনারায়ণপুর গ্রামের সোলায়মান হোসেনের স্ত্রী।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দস্যুনারায়ণপুর এলাকায় একটি রিক্সা যোগে মেয়ে ও নাতীকে নিয়ে উক্ত নারী কাপাসিয়া থেকে বাড়ী যাচ্ছিল। এসময় রিক্সার পেছন দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে ঐ নারী ঘটনাস্থলে মারা যায়।
তিনি কিভাবে ট্রাকের সাথে ধাক্কা লাগলেন তা পরিস্কার নয়। পুলিশের ধারণা, তিনি চলমান অবস্থায় রিক্সা থেকে মাথা বের করেছিলেন, পরে ধাক্কা লেগে পড়ে গিয়ে মারা গেছেন অথবা রিক্সা থেকে পড়ে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে মারা গেছেন। তাকে বহনকারী রিক্সা ও অপর যাত্রীরা অক্ষত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।