প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২০ , ১২:৩৮:৩৯ প্রিন্ট সংস্করণ
রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তে অভিযান পরিচালনা করছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে।
বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এখনও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
র্যাবের কাছে তথ্য রয়েছে, কারওয়ান বাজারে মাছ দীর্ঘক্ষণ তাজা রাখতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়। এছাড়া অসাধু ব্যবসায়ীরা মাছে রং মেশান। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব বিষয়ে দীর্ঘদিন গোয়েন্দা নজরদারি শেষে অভিযান পরিচালনা করা হচ্ছে।