প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৯:১১:৩৩ প্রিন্ট সংস্করণ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে কৃষকের ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের কৃষক আব্দুল জলিলের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে দেয় তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেয়া হয়েছে বলে জানান উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। কৃষকের ধান কাটায় অংশ নেয়- উপজেলা ছাত্রলীগের আহŸায়ক তফিকুল ইসলাম তৌহিদ, জিন্দারপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক শুভ আহম্মেদ, আহম্মেদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক ইমরান হোসেন রব্বানীসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের আহŸায়ক তফিকুল ইসলাম তৌহিদ জানান, উপজেলা ছাত্রলীগ করোনা মোকাবিলায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। করোনা পরিস্থতিতে শ্রমিক সংকটে পড়েছে কৃষকরা। বৃষ্টি হলে ধান নষ্ট হতে পারে। যা দেশে খাদ্য সংকট সৃষ্টি করতে পারে। সেই চিন্তা থেকেই তারা এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে। তাদের ধানগুলো কেটে বাসায় পৌঁছে দিচ্ছে। এ জন্য তারা গর্বিত।