রাজশাহী

কালাইয়ে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে একজনের মৃত্যু

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ৩:২৩:১৩ প্রিন্ট সংস্করণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

 

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক্টরের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একটি ট্রাক্টরের চালক নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১০টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালকের নাম মোশারফ হোসেন (২০)। তিনি শেরপুর জেলার সদর উপজেলার হাতিআগলা গ্রামের মজনু হোসেনের ছেলে বলে জানা গেছে।
কালাই থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, জয়পুরহাট-বগুড়া সড়কের সংস্কার কাজে নিয়োজিত বালুবাহী একটি ট্রাক্টরের সাথে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক্টরের চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার সময় পথি মধ্যেই তার মৃত্যু হয়।

 

আরও খবর

Sponsered content