রাজশাহী

কালাইয়ে বিদায়, বরণ ও সংবর্ধনা

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ৫:২৫:৫০ প্রিন্ট সংস্করণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই থানার বিদায়ী অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ খান এবং নবাগত অফিসার ইনচার্জ মো. সেলিম মালিককে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কালাই প্রেসক্লাব কার্যালয়ে এ বিদায়, বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালাই প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দীন। প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আতাউর রহমানের স ালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক এ্যাড. মো. আজাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম সেলিম সরোয়ার, নির্বাহী সদস্য আব্দুল বাতেন, গণমাধ্যমকর্মী আমির উদ্দিন, উপাধ্যক্ষ মামুনুর রশীদ, আব্দুন নুর নাহিদ, মওদুদ আহমেদ, মেজবাহুল ইসলাম, শামীম তালুকদার, মোছাদ্দেক হোসেন চ ল প্রমুখ।

আরও খবর

Sponsered content