প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫০:১৯ প্রিন্ট সংস্করণ
আসন্ন পৌরসভা উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিৎ করার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে তিন শতাধিক মোটরসাইকেল যোগে একটি শোডাউন বের করা হয়। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশের ব্রীজ থেকে এ মোটরসাইকেল শোডাউন বের করা হয়। পরে কালাই বাস স্ট্যান্ড চত্বরে আয়োজিত পথ সভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলালকে সংবর্ধনা দেয়া হয়। পৌর আওয়ামী লীগের আহŸায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। এ সময় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, মেয়র প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আকতার, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রতœা রশীদ, আওয়ামীগ নেতা মহিউদ্দিন মামুন, মাত্রাই মডেল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন মন্ডল প্রমুখ।