ঢাকা

কালিয়াকৈরে নারী শ্রমিকের বেতনের টাকা লুটের অভিযোগ

  প্রতিনিধি ২৫ জুন ২০২০ , ৭:৪৫:৪০ প্রিন্ট সংস্করণ

কালিয়াকৈরে নারী শ্রমিকের বেতনের টাকা লুটের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : উপজেলার পূর্বচান্দরা এলাকায় রকেট মোবাইল একাউন্ড এর পিনকোট কৌশলে নিয়ে প্রতারক চক্র শ্রমিকের বেতনের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এব্যাপারে প্রতারিত আনজুয়ারা বেগম নামের এক নারী শ্রমিক বুধবার রাতে এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আনজুয়ারা বেগম একই এলাকার লিডা ফ্যাশন নামক একটি  পোশাক তৈরির কারখানায় চাকুরি করেন। সে পূর্ব চান্দরা এলাকার আব্দুর হামিদের বাড়ীর ভাড়াটিয়া।

অভিযোগে জানা যায়, গত ১০ জুন তার মোবাইল নম্বররে ০১৭১৭-১৪৯১০৭ নম্বর দিয়ে তার রকেট মোবাইল একাউন্ডের পিনকোট সুকৌশলে নিয়ে নেয়। এ সময় একটি চক্র জুন মাসের বেতন তের  হাজার টাকা লুটে নিয়ে যায়। এদিকে পূর্ব চান্দরা কাঠালতলা এলাকায় লিজ ফ্যাশনের আনোয়ারা নামের এক শ্রমিকের বেতনের টাকা একই পদ্বত্বিতে নিয়ে যায় চক্রটি।

কালিয়াকৈর থানার ওসি মোঃ সানোয়ার জাহান জানান, এবিষয়ে ওই নারী শ্রমিক একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

Sponsered content