প্রতিনিধি ১২ মে ২০২০ , ৬:৩৫:০৮ প্রিন্ট সংস্করণ
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার সকালে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ১শত পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন “পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ” কালিয়াকৈর শাখা অফিস। কালিয়াকৈর শাখার উদ্যোগে করোনায় ভয়াবহ অবস্থায় পড়া নিম্ন আয়ের ও সদস্যদের মাঝে ১০কেজি চাল, ৫কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি তেল, ১কেজি লবণ, ১টি জীবানু নাশক সাবান, ২টি মাস্ক এবং প্রত্যেক ব্যক্তি ও সদস্যর মাঝে নগদ ২শ টাকা করে প্রদান করা হয়।
কালিয়াকৈর শাখা ব্যবস্থাপক প্রণব ঘোষ জানান, সরকারের পাশা–পাশি করোনা ভাইরাসের কারনে আমাদের সদস্য ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করছি। যে পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধ করা না যায় সে পর্যন্ত আমরা আমাদের অনুদান অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাব।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মৌচাক আঞ্চলিক এরিয়া ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ১৯৮৬ সাল হতে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কার্যক্রম পরিচালনা করে আসছে। সামাজিক সেবা কার্যক্রমের অংশ হিসেবে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর আর্থিক সহযোগিতায় এবং কালিয়াকৈর উপজেলা প্রশাসনের সহায়তায় একশত পরিবারের মধ্যে করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্থদের মাঝে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরি বলেন, কালিয়াকৈর এপর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে প্রায় ৪০জন। কালিয়াকৈর একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে আমাদের প্রচুর গার্মেন্টস শ্রমিক রয়েছে। করোনা ভাইরাসের বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে কালিয়াকৈর একটি। ত্রাণ নিয়ে কালিয়াকৈর উপজেলাতে কোন অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। এছাড়া বিভিন্ন এনজিও আমাদের সাথে কাধে কাধ মিলিয়ে ত্রাণ দিয়ে সাহায্য করছে।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোবারক হোসেন, এভোকেট ইসমাইল হোসেন, জিরানি শাখার ব্যবস্থাপক মামুনুর রশিদ, কালিয়াকৈর শাখার ক্যাশিয়ার সাইফুল সিকদার, অফিসার জাফর ইকবাল ,অফিসার মোখলেছুর রহমান প্রমুখ। ছবি দেওয়া আছে