দেশজুড়ে

কালিয়াকৈরে  প্রতিপক্ষের  হামলায় আহত ৪

  প্রতিনিধি ৩ মে ২০২০ , ৭:১৮:৪০ প্রিন্ট সংস্করণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার  টেকিবাড়ী চানপুর দক্ষিণ পাড়া এলাকায় রোববার সকালে গাছ থেকে নারিকেল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবামা, ছেলে মেয়েসহ ৪জন আহত হয়েছেন ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে

এলাকাবাসী ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চানপুর দক্ষিন পাড়া  এলাকার মৃত হাজী ইমান আলীর ছেলে .বাছেদ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে ঘটনার দিন নাইম ওরফে রুবেল আব্দুল বাছেদের বাড়ির দক্ষিণ পাশের নারিকেল গাছ হইতে নারিকেল পেড়ে নিয়ে যাওয়ার সময় আব্দুল বাছেদ তার ছেলে নাইমকে আটক করে এতে ক্ষিপ্ত হয়ে নাইমের পরিবার আব্দুল বাছেদ তার ছেলেকে এলাপাথারী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে সময় বাছেদ তার ছেলেকে বাচাতে বাছেদের স্ত্রী মেয়ে এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে আহতরা ডাকচিৎকার করলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ঘটনায় .বাছেদ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন

আহত বাছেদ জানান, আমার বাড়ির দক্ষিণ পাশের নারিকেল গাছ হতে নারিকেল পেড়ে নিয়ে যাওয়ার সময় আমি আমার ছেলে নাইমকে আটক করি এতে ক্ষিপ্ত হয়ে নাইমের পরিবার আমাকে আমার ছেলেকে এলাপাথারী মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে আমাদের বাঁচাতে আমার স্ত্রী মেয়ে এগিয়ে আসলে বিবাদীগন তাদেরকেও মারপিট করে

সূত্রাপুর ইউনিয়নের ৯নং ওয়াডের মেম্বার হারুনুর রশিদ জানান, উভয় পক্ষ আমার কাছে এসেছিল আমি তাদের বলেছি বসে মিমাংসা করে দিব

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিম জানান, ঘটনায় .বাছেদ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে 

আরও খবর

Sponsered content