প্রতিনিধি ৩ মে ২০২০ , ৬:৩৫:২৬ প্রিন্ট সংস্করণ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যূৎ এলাকায় শনিবার রাতে সড়ক দূর্ঘটনায় আফাজ মিয়া (৩২) নামের এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক আফাজ মিয়া পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ গ্রামে বাড়ী। সে সফিপুর এলাকায় ভাড়া থেকে চান্দরা নুরওয়্যার নামক একটি পোশাক কারখানায় চাকুরি করতো।
সালনা–কোনাবাড়ী হাইওয়ে ওসি জহিরুল ইসলাম খান জানান, শনিবার সন্ধ্যা রাতে কারখানা থেকে বাড়ী ফেরার পথে অজ্ঞাত নামা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়্। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফাজ মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা নিহতের লাশ গ্রামের বাড়ীতে নিয়ে যায়।