প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৭:১২:৩০ প্রিন্ট সংস্করণ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার পৌর বিএনপি ৪নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলামের উদ্যোগে করোনা ভাইরাসের কারণে হত দরিদ্র ৬৫০পরিবারের মাঝে মুড়ি , চাল,ডাল, আটা ও আলুসহ খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, গাজীপুর জেলা বিএনপির যুগ্ন আহŸায়ক ও পৌর সভার মেয়র মজিবুর রহমান, ৪নং ওয়ার্ডের আওয়মীলীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, দলিল লেখক আরিফ হোসেনসহ পৌর আওয়মীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অপর দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির উদ্যোগে ৩নং বোয়ালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯০০পরিবারের মাঝে চাল, ডাল, আলু, জীবানুনাশক সাবান ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী সায়্যিদুল আলম বাবুলের সার্বিক সহযোগীতায় হত দরিদ্রদের মাঝে ওই সব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ইয়াকুব শিকদার, কালিয়াকৈর উপজেলা কৃষকদলেন সহ–সভাপতি বাহারউদ্দিন, বোয়ালী ইউনিয়নের বিএনপি'র যুগ্ম সাধারন সম্পাদক হারুন–অর–রশিদ, বিএনপি নেতা সুরুজ মেম্বার, আমজাদ মেম্বার, আব্দুল রাজ্জাক, আবিদ হাসান জনি, আশরাফুল,সেলিমসহ আরো অনেক নেতাকর্মীরা প্রমুখ। ছবি দেওয়া আছে।