প্রতিনিধি ১ নভেম্বর ২০২০ , ১১:৪৯:৫১ প্রিন্ট সংস্করণ
রোববার (১ নভেম্বর) সকাল ৮টায় ফুসফুসের ইনফেকশনজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কথাসাহিত্যিক স্বকৃত নোমান।
আবুল হাসনাত কবিতা, উপন্যাস, চিত্র-সমালোচনাসহ সাহিত্যের নানা বিভাগে পদচ্ছাপ রেখেছেন। তবে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছেন একজন বিচক্ষণ ও সংবেদনশীল সাহিত্য সম্পাদক হিসেবে।
সুদীর্ঘকাল দৈনিক-পত্রের সাহিত্য-সাময়িকী ও মাসিক পত্রিকার সম্পাদক হিসেবে তার কীর্তি শুধু এদেশেই শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় না, পশ্চিমবঙ্গসহ বাংলা ভাষাভাষী সাহিত্যানুরাগী মহলেও তিনি শ্রদ্ধার্ঘ্য। দৈনিক সংবাদে সাহিত্য সাময়িকী দীর্ঘদিন তার তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে এবং পাঠকমহলের তা গভীরভাবে প্রশংসিত ও সমাদৃত হয়েছে।