ঢাকা

কালুখালীতে হত্যা মামলায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২১ , ৮:১৩:০৫ প্রিন্ট সংস্করণ

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের সোনাপুর বাজারে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

নিহত বক্তির নাম রবিউল ইসলাম বিশ্বাস (৩০)। তিন সন্তানের জনক রবিউলের বাবা রনাম আছিরুদ্দিন বিশ্বাস। মাঝবাড়ী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা আছিরুদ্দিন মুক্তিযোদ্ধা ছিলেন। বৃহস্পতিবার হত্যা মামলার চাজশর্টি ভূক্ত আসামি ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ইউসুফ মাঝবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেও নির্বাচিত সদস্য ও রতনদিয়ার জনীকান্ত সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী-কাম শিক্ষক।

 

আরও খবর

Sponsered content