ঢাকা

কাশিয়ানীতে এক শিক্ষার্থীকে আঘাত করে অচেতন করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

  প্রতিনিধি ১০ জুলাই ২০২৩ , ৫:৫৮:২২ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাহিয়া খানম (১২) নামের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে অমানবিক ভাবে পিটিয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পরবর্তীতে, গুরুতর আহত অবস্থায় মাহিয়াকে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলার ভাটিয়াপাড়া মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে গত রোববার (৯ জুলাই) এ ঘটনা ঘটে।

পরবর্তীতে, হাসপাতালে চিকিৎসারত শিক্ষার্থী মাহিয়া জানান ক্লাস চলাকালীন আমি গল্প করছি এমন সন্দেহে মামুন স্যার চুল ধরে আমাকে দেওয়ালের সাথে আঘাত করলে আমি ঘুরে পড়ে যাই। পরে আর কিছু আমি বলতে পারি না।

এবিষয় মেয়ের বাবা সুমন শেখ বলেন মামুনুর রহমান স্যার আমার মেয়েকে চুল ধরে দেওয়ালের সাথে বারবার আঘাত করলে সে অচেতন হয়ে পড়ে, অসুস্থ অবস্থায় ঐ স্কুলের দুই শিক্ষিকা আমার বাড়িতে নিয়ে আসে, পরে তার শারীরিক অবস্থা খারাপ দেখে আমি হাসপাতালে নিয়ে যাই, আমি ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ভাটিয়াপাড়া উচ্চবিদ্যালয়ের অভিযুক্ত সহকারী শিক্ষক মো. মামুনুর রহমান শিক্ষার্থীর চুল ধরে দেয়ালে আঘাত করার কথা অস্বীকার করে বলেন ক্লাসরুমে  দুষ্টুমি করতেছিলো তাই আমি দুটো চড় দিয়েছি।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content