রাজশাহী

কাহালুতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উপকরণ বিতরণ

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৩ , ৭:১৫:৩৩ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি :

সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনাবাদি জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় অনাবাদি জমি আবাদের আওতায় আনয়নের জন্য উপজেলার ২শ ৫ জনের মাঝে প্রদর্শণী উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার। উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, পাইকড় ইউপি চেয়ারম্যন মো. মিটু চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার রাকিব হাসান, ইফতেখার রসূল সিদ্দিক, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, জাহেদুর রহমান (জাহিদ), উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা, কাহালু প্রেস ক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমুখ।

আরও খবর

Sponsered content