প্রতিনিধি ২৩ জুন ২০২০ , ৮:২২:৩৩ প্রিন্ট সংস্করণ
কাহালু(বগুড়া) প্রতিনিধি : মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৯টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও উপকরণ সহায়তার মোট ৫ লক্ষ ৫৭ হাজার ২ শ ৮০ টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আখেরুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু কৃষি স¤প্রসারণ অফিসার ধীমান ভূষণ সহ উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ ও কৃষকবৃন্দ।