প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২১ , ৭:৩৮:৪১ প্রিন্ট সংস্করণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি :
রোববার বগুড়ার কাহালু উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে পেঁয়াজ ও নাবী পাট বীজ ফসলের উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাকিব হাসান, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা, কাহালু মডেল প্রেস ক্লা্েবর সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমুখ।