প্রতিনিধি ১৬ জুলাই ২০২০ , ৮:১৬:১৭ প্রিন্ট সংস্করণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : “মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” এই শ্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এঁর জম্মশত বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বগুড়ার কাহালু সামাজিক নার্সারী কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার ২শত ২৪টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উক্ত বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আখেরুর রহমান, উপজেলা বন কর্মকর্তা সামছুল আলম, উপজেলা সমবায় অফিসার আলহাজ্ব জাহাঙ্গীর আলম, কৃষি স¤প্রসারণ অফিসার ধীমান ভূষন, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।