প্রতিনিধি ১৬ মে ২০২২ , ৮:৫৬:০৭ প্রিন্ট সংস্করণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : সোমবার বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা মাঠে উপজেলা কৃষি অফিসের আওয়াজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে বেরো হাইব্রিড ধান কম্পাইন হারভেস্টারের মাধ্যমে কর্তনের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন প্রধান অতিথি কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, অতিরিক্ত কৃষি অফিসার ধীমান ভুষন, উপ-সহকারি কৃষি অফিসার মাকছুদার রহমান, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, সহকারি কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা, কম্পাইন হারভেস্টারের মালিক শহিদুল ইসলাম (ডাবলু) প্রমুখ।