রাজশাহী

কাহালুতে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৫:২২:৪০ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি :

শনিবার বগুড়ার কাহালু পৌরসভার পাল্লাপাড়া দক্ষিণপাড়া বায়তুর রহ্মান জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রশিদ (লালু)।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী কবিরাজ, কাহালু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন (বাদল), যুগ্ম আহবায়ক ফেরদৌস আলম, বিএনপি নেতা কাজী আব্দুর রশিদ, ফরিদুর রহমান ফরিদ, তোফাজ্জল হোসেন আজাদ, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আলহাজ্ব আব্দুল করিম, আলহাজ্ব আব্দুল মান্নান (ভাটা) প্রমুখ।