দেশজুড়ে

কাহালুতে মামলা করায় বাদীকে হুমকি, থানায় লিখিত অভিযোগ

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২০ , ৭:১৩:০৯ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার পাইকড় (পশ্চিমপাড়া) গ্রামের মৃতঃ দুদুর ছেলে মিলন প্রামানিক তার প্রতিবেশী চার ভাইয়ের বিরুদ্ধে মামলা করায় আসামীগন তার বাড়ীতে  গিয়ে মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করায় গত ১৫/০৪/২০ ইং তারিখে মামলার বাদী  মিলন পুনরায় কাহালু থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের  করেন অভিযোগে  তিনি উল্লেখ করেন, আসামী গন ২১/০৩/২০২০ইং তারিখে বাড়ী সংলগ্ন দোকানে বেআইনি ভাবে জোরপূর্বক প্রবেশ করে পূর্ব শত্রুতার জের ধরে তার অনুপস্থিতিতে তার স্ত্রী সুমি খাতুনের উপর অমানুষিক নির্যাতন চালায় সে  গুরুতর আহত হলে তাকে প্রথমে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় গত ২৬/০৩/২০২০ইং তারিখে মিলন বাদী হয়ে  ঘটনার সাথে জড়িত কামরুজ্জামান  সহ  তার  ভাই  এবং অজ্ঞাতনামা আরও / জনকে আসামী করে কাহালু থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং ১৫/৩৬ অভিযোগে উল্লেখ করেন, মামলায় উল্লেখিত আসামীগণ তাদের অস অশুভ উদ্দেশ্য হাসিলের মানসে গত ১৩/০৪/২০২০ ইং তারিখে বগুড়া সদরের বিভিন্ন এলাকার ভাড়াটিয়া  সন্ত্রাসী  সহ  তার অনুপস্থিতিতে বাড়ীতে গিয়ে স্ত্রী সুমি খাতুনকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করে প্রাণনাশের হুমকী দেন বাদী তার পরিবার মহাআতংকে আছেন তিনি অভিযোগে পুলিশ প্রশাসনের নিকট জরুরী ভিত্তিতে ঘটনাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেফতার দৃস্টান্তমুলক শাস্তির  আবেদন করেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো, জিয়া লতিফুল ইসলাম জানান, উভয় পক্ষ হতে একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেওয়া হয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে

আরও খবর

Sponsered content