রাজশাহী

কাহালুতে রাস্তায় হিয়ারিন বন্ড কাজের উদ্বোধন

  প্রতিনিধি ১১ জুলাই ২০২০ , ৭:২৫:৪০ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : শনিবার এলজিএসপি-৩ এর অর্থায়নে বগুড়ার কাহালুর জামগ্রাম ইউনিয়নের পানাই গ্রামে রাস্তায় হিয়ারিন বন্ড কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর আলম (কামাল)। এ সময় উপস্থিত ছিলেন কাহালুর জামগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ও অত্র প্রকল্পের সভাপতি মাহফুজা বেগম, গ্রামবাসীর মধ্যে মাহদুদুুল হাসান জুয়েল, জাহাঙ্গীর আলম, আইয়ুব আলী, শামিম, বুলবুল, গোফ্ফার হোসেন, বাদশা সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর

Sponsered content