প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৮:৫৮:৪৫ প্রিন্ট সংস্করণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বৃহস্পতিবার বগুড়ার কাহালুর পাঁচপীর বাজারে নিজ মার্কেটে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায়, নিজে মাস্ক ব্যবহার না করে লোকজনের সাথে আড্ডা দেওয়ায় মাও. মুফতি বজলুর রশিদ মিঞাকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় উপজেলার দূর্গাপুর বাজারে ১টি কাপড়ের দোকানে ৫ হাজার এবং মাল া বাজারের ২টি ব্যবসা প্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানার সেকেন্ড অফিসার শাহিন কাদির সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান বিভিন্ন হাট বাজার মনিটরিং করেন এবং করোনা রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দোকানদার সহ জনগণকে আহবান জানান।