প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২০ , ৪:১৩:৪৮ প্রিন্ট সংস্করণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় জাইকা’র উদ্যোগে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া উপকরণ ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।