ঢাকা

কিশোরগঞ্জে নির্বাচনী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৩ , ৩:৪৬:১৭ প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জে নির্বাচনী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা

কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি লিঃ এর ব্যবস্হা কমিটির  নির্বাচন  ২০২৩ শৃঙ্খলাপূর্ণ ও উৎসব মূখর করতে  নির্বাচন  পরিচালনা কমিটি  প্রার্থীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রবিবার ( ৯ অক্টোবর /২৩) কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির কার্যালয়ে  অনুষ্ঠিত  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার (  সদর) ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি  মোহাম্মদ জহিরুল আলম ভূইয়া । 

 বক্তব্য  রাখেন  নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এডভোকেট মোঃ শরফুদ্দীন ভূইয়া সবুজ, সমবায় কর্মকর্তা  বাবু অপূর্ব  চন্দ্র দাস। 

১৯১১ সালে প্রতিষ্ঠিত  ঐতিহ্যবাহী ও প্রাচীণতম এ প্রতিষ্ঠানটির  তিন বছর মেয়াদী ব্যবস্হাপনা কমিটির  নির্বাচন  আগামী  ১৪ সেপ্টেম্বর ২০২৩ শনিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। 

 এ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে  প্রস্তুতি মূলক পরামর্শ   দিয়ে বক্তব্য রাখেন  সমিতির  সম্পাদক খসরুজ্জামান তুহিন,  সভাপতি প্রার্থী 

মোঃ আলমগীর কবীর (সাবেক কমিশনার), এডভোকেট এবিএম লুৎফর রাশিদ রানা,  মোঃ আনোয়ার হোসেন ,   সৈয়দ তারেক উদ্দিন সুজন, মোঃ শফিকুল ইসলাম ফকির মতি,  শাহ মোঃ সারওয়ার জাহান,  রফিকুল  ইসলাম   সুজন,মোঃ  ফারুকুজ্জামান, মোঃ আল মামুন, জিয়াউর রহমান জিয়া,   শেখ রাসেল ও  শাহ্ মোঃ ফয়জুল্লাহ  প্রমুখ। 

সভায়  নির্বাচন সংক্রান্ত  বিষয়ে গুরুত্বপূর্ণ  ৯ টি প্রস্তাবনা ও সিদ্ধান্ত  গৃহীত হয়। 

আরও খবর

Sponsered content