কিশোরগঞ্জ প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৫ , ৬:৫০:৫৯ প্রিন্ট সংস্করণ
৩৫তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর ২০১৫ ” একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”মূল প্রতিপাদ্য নিয়ে জেলা সমাজসেবা কার্যালয়,প্রবীণ হিতৈষী সংঘ, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামরুজ্জামান খান ।
উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো শহীদুল্লাহ, শাহনাজ পারভীন বেগম, সমাজসেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, প্রবেশন অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রতিবন্ধী কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার মো. আল-আমীন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি বৃন্দ ও উপস্থিত ছিলেন।











