ঢাকা

কিশোরগঞ্জে শ্রমিকের অধিকার আদায়ে মতবিনিময় সভা

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৬:৪১:১৭ প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুরস্থ জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে শ্রমিকদের অধিকার আদায় ও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) গোলাম মোস্তফা কর্তৃক অনৈতিক আচরণের প্রতিবাদে রোববার অটোরিকশা ইজিবাইক শ্রমিকদের এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। বৈধতাহীন অটো, সিএনজি শ্রমিকদের আরটিসিতে রেজুলেশনমূলে অন্তর্ভুক্তির মাধ্যমে শহরের ১৪ টি ও ৫ টি স্থানে ষ্ট্যান্ড স্থাপন, ৯টি রোডে ৬০০ গাড়ি থেকে চাঁদা আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সকাল ১১ টায় শহরের একরামপুরস্থ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ভবন চত্বরে এক শ্রমিক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় ৩ সহশ্রাধিক শ্রমিকের উপস্থিতিতে উক্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি ও জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবিএম সিরাজুল ইসলাম। কিশোরগঞ্জ জেলা অটো-টেম্পো-সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজিঃ ৩৮৮৮এর সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ ও শ্রমিকনেতা রুকনুজ্জামান স্বপন, ভৈরব প্রতিনিধি ফায়জুল ইসলাম, পাকুন্দিয়া প্রতিনিধি সিরাজ মিয়া, নিকলী প্রতিনিধি মোঃ তাহের মিয়া, করিমগঞ্জ প্রতিনিধি মোঃ বাক্কার মিয়া, একরামপুর প্রতিনিধি মোঃ আকরাম হোসেন প্রমুখ। বক্তারা কিশোরগঞ্জের সাবেক এডিএম ও বর্তমান এডিসি জেনারেল গোলাম মোস্তফা কর্তৃক অযৌক্তিক শ্রমিক নিপীড়নমূলক কার্যক্রম বন্ধের দাবী জানান নতুবা লাগাতার হরতাল ধর্মঘটের পথ বেছে নেওয়ার হুমকি দেন।

আরও খবর

Sponsered content