প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৭:২৪:০২ প্রিন্ট সংস্করণ
সামাজিক ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে বহুমূখী উদ্যোগ গ্রহণ করেছেন কিশোরগঞ্জ জেলা লীগ্যাল এইড অফিস।
১৮ সেপ্টেম্বর ২০২৪ ( বুধবার) বিকাল তিনটায় জেলা লীগ্যাল এইড অফিসার এর কার্যালয়ে এ উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। কার্যালয়ে র প্রধান কর্মকর্তা
সিনিয়র সহকারী জজ নাসিমা তালুকদার মুনমুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদ এর সভাপতি এডভোকেট মায়া ভৌমিক , এডভোকেট মুনীর হাসান, এনজিও ব্র্যাক, পপি, ইপসা, কাইডস্, এনজিও আলোচনায় অংশগ্রহণ করেন।