প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৪ , ১১:৩০:৪২ প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কটিয়াদী থেকে আসা ইট ভাঙার ভটভটির সাথে বীপরীত দিক থেকে আসা পিকআপ, ট্রাক ও দাঁড়িয়ে থাকা বাসের চর্তুমূখী সংঘর্ষে ঘটনাস্থলে ভটভটির ১ জনের মৃত্যু হয় আহত হয় ৪ জন।
৯ এপ্রিল/ ২৪, মঙ্গলবার রাত ৮টায় এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ সূএে জানা যায়।
মৃত ভটভটি ( টমটম) চালক কিশোর গন্জ সদর উপজেলার নধার স্বল্প যশোদল গ্রামের মৃত আব্দুল হালিম মিয়ার পূএ আলম মিয়া (২৭) ।
কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম আহত ৪ জনের পরিচয় বা কোন তথ্য প্রদান করতে পারেন নি তবে আহতরা সম্ভবত স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন বলে এ প্রতিনিধি কে জানিয়েছেন।