চট্টগ্রাম

কুমিল্লায় যুবলীগ নেতা হাসনাত গ্রেফতার

  প্রতিনিধি ১৯ জুন ২০২৫ , ৮:০০:৫৭ প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় যুবলীগ নেতা হাসনাত গ্রেফতার

কুমিল্লার দেবীদ্বারে গত বছর ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবুবকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগ নেতা মো. আবুল হাসনাত অপু (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে হাসনাতকে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১১টায় দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে, দেবীদ্বার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

মো. আবুল হাসনাত অপু (৩০) উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামের মো. আবুল খায়ের আলমের পুত্র  এবং সুলতানপুর ইউনিয়ন যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক। 

উল্লেখ্য গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার কলেজ রোডে স্কুল ছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বকরের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজহারভূক্ত ৭৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামী মো. আবুল হাসনাত অপু। আহত আবু বকর এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে হাসনাতকে দেবীদ্বার নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।  সে গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবুবকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়েরকরা মামলার সন্ধিগ্ধ আসামী আসামী। অনুসন্ধানে ভিডিও ফুটেজ ও ছবিতে আবুবকরকে হত্যার চেষ্টার তথ্যপ্রমানে তাকে গ্রেফতার করা হয়।

আরও খবর

Sponsered content