প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৩ , ৫:৪৭:৪৫ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার দেবীদ্বার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা নিয়ে দু’পক্ষের বিরোধ নিষ্পত্তি করেছে স্থানীয় প্রশাসন। ফলে কোন ধরনের সংঘাত ছাড়াই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে বিদায়ি শিক্ষককে বহনকারী হেলিকপ্টার আকাশে উড়লেও মাঠে নামতে দেয়া হয়নি, বিশাল গাড়িবহরও চলেনি, করুণ সূরে বাদ্যযন্ত্রও বাজেনি। ঝরা ফুলের পাপড়ি ছিটানো বৃষ্টিতে এবং করতালির মাধ্যমে আয়োজক ও সমর্থকগনের সহযোগীতায় প্রিয় শিক্ষককে মঞ্চে উঠানো হয়।
রোববার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টা থেকে হাজী আমির উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ এর শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। হেলিকপ্টরে করে আসা বিদায়ি শিক্ষকের নিজগ্রাম পৌর এলাকার ভিংলাবাড়িতে নেমে সংক্ষিপ্ত গাড়িবহরে একটি বর্নাঢ্য র্যালীসহ বিদ্যালয়ে প্রবেশ করেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের আভ্যন্তরীন দ্বন্দে দ্বিধাবিভক্তি জের ধরে বিদায় সংবর্ধনায় পক্ষ বি-পক্ষ তৈরী হয়েছিল।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, অধ্যাপক সবুর আহমদ খান, মো. নান্নুমিয়া সরকার, মো. জসীম উদ্দিন খান, মো. কামরুজ্জামান জুয়েল, আনিসুর রহমান মেম্বার, ইউনুছ বাহাদুর, আহাম্মদ সোহেল, সাইফুল ইসলাম শামিম প্রমূখ।
বিদায়ি সহকারী প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের কতটুকু শিক্ষা দিতে পেরেছি জানিনা। তবে যে টুকু দিয়েছি মন থেকেই দিয়েছি। তোমরা যদি আমার সামান্যতম শিক্ষা গ্রহন করো তা হলে সে শিক্ষার গুনগত মান বজায় রেখে, দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে- তোমাদের শিক্ষা, তোমাদের মেধা, তোমাদের শ্রম বিকশিত করবে দেশ তথা বিশ্ববাসীর কল্যাণে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ ধর জানান, গতকাল উভয় পক্ষকে নিয়ে এক বৈঠকে সমোঝোতা করে দিয়েছি। তাই আজ কোন ধরনের সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়েছে।