প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ১২:২৫:০৩ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গ নিয়ে মারা গেছে ছয়জন।
হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চারজন এবং অপর দুইজন মারা যায় আইসোলেশনে। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন মহিলা।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানী জানান, মৃত ছয়জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
কুমিল্লা জেলায় গেল ২৪ ঘণ্টায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮৭৩ জনে। করোনায় দুইজনের মৃত্যু হয়েছে।