খুলনা

কুষ্টিয়াতে ৪র্থ দিনে চলছে পূর্ণদিবস কর্মবিরতি পালন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২০ , ৩:১৬:১২ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ কালেক্টরেট সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারি ভূমি কর্মকর্তার কার্যালয়ে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তন ও গ্রেড উন্নতিকরণের দাবিতে পূর্ণ দিনব্যাপী কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কুষ্টিয়া জেলা শাখা।
গতকাল সকাল থেকেই কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে এই কর্মবিরতি পালন করে আসছে কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় তারা দাবি করেন অন্যান্য বিভিন্ন বিভাগে গ্রেড পরিবর্তন ও পদোন্নতি হলেও 2001 সাল থেকে আন্দোলন করে আসলো এখনো তাদের পদোন্নতি বা গ্রেড পরিবর্তন হয়নি।
অতি দ্রুত তাদের গ্রেড পরিবর্তন ও পদোন্নতি না হলে আরো কঠোর কর্মসূচিতে যাবে বলেও জানান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কুষ্টিয়া জেলা সভাপতি বদরুদ্দোজা ও সাধারণ সম্পাদক শারাফত হোসেন সহ সাংগঠটির জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content