প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২০ , ৭:৪৪:৫৬ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার বাজারে হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কয়েকগুণ। বর্তমানে কুষ্টিয়ার বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৯০ থেকে ২০০ টাকা। আবার কোন কোন বাজারে কাঁচা মরিচ কেজি প্রতি বিক্রিয় হচ্ছে ২৪০ টাকা। টানা বৃষ্টিতে সরবরাহ কমার কারণে কাঁচামরিচের দাম এমন অস্বাভাবিক বলছে ব্যবসায়ীরা। কুষ্টিয়ার বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নাস্তানাবুদ ক্রেতারা। চাষীরা জানায়, অতিবৃষ্টিতে অধিকাংশ মরিচ ক্ষেত নষ্ট হয়েছে। ফলে মরিচের উৎপাদন কম হয়েছে। সেই সুযোগ নিয়ে বিক্রেতারা অতিরিক্ত মূল্য বৃদ্ধি করেছে। এ ব্যাপারে কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ এর মনিটরিং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। এতে মরিচের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। সবমিলিয়ে কাঁচামরিচের দাম বেড়ে গেছে। কুষ্টিয়া জেলা পর্যায় এর দাম বেশি হলেও উপজেলা পর্যায়ের গ্রামগঞ্জের হাট-বাজারগুলোতে মরিচের দাম কিছুটা কম রয়েছে সেখানেও কেজিপ্রতি ১৯০ টাকা থেকে ২০০ টাকা বিক্রি হচ্ছে।