খুলনা

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল ৫ জনের

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২০ , ৫:১০:১২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

কুষ্টিয়ার বিত্তিপাড়ায় ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ইবি থানার লক্ষ্মীপুর বিত্তিপাড়ার ১১ মাইল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে পাঁচজন যাত্রীবাহী অ্যাম্বুলেন্স ঝিনাইদহ যাওয়ার জন্য রওনা দেয়। বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাক কুষ্টিয়া খুলনা সড়কের লক্ষ্মীপুরের বিত্তিপাড়ায় এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে অ্যাম্বুলেন্সের পাঁচযাত্রী নিহত হয়।

এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়। তবে চালক পলাতক রয়েছে।

নিহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content