প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ৬:০৪:১২ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি : ৪ দফা দাবিতে কুষ্টিয়ায় আখচাষী ও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দদের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। শনিবার সকালে চিনিকলের প্রধান ফটকে আখচাষী ফেডারেশন ও শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যৌথ এ আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলে। সমাবেশে বক্তারা বলেন, চলতি মাড়ই মৌসুমে দেশের ১৫টি চিনিকল একযোগে চালু করতে হবে। এটা না হলে দেশের কোন চিনিকল চালাতে দেওয়া হবে না। পাশাপাশি শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের পাওনা টাকা পরিশোধের দাবি জানান তারা। সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ নেতৃবৃন্দরা। এসময় কয়েকশত চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা উপস্থিত ছিলেন।