প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৬:৪৭:৫২ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি গোলাম এরশাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর মোঃ জহুরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলার সাবেক কমান্ডার মোশারফ হোসেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুনিয়ার হোসাইন, আইন সম্পাদক সিহাবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ইসমান আরা ইরা, সিনিয়র সহ-সভাপতি এহসানুল করিম সবুজ, রবিউল ইসলাম, জেসমিন খাতুন, সদস্য মাফেরাতুন নাহার। এসময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।