প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২০ , ৭:০০:৫১ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি : ২০১৯-২০২০ অর্থবছরে কুষ্টিয়া সড়ক বিভাগের বিভিন্ন কার্যক্রমের সম্মাননা স্বারক ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন সড়ক বিভাগ কুষ্টিয়া। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সড়ক সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ করিম, বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সড়ক উপ-বিভাগের পিয়াস কুমার সেন, উপ-বিভাগীয় প্রকৌশলী ১ম সারি কারখানা দুলাল চন্দ্র বিশ্বাস। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সওজ এর নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক। এ সময় কুষ্টিয়া সড়কের কাজ সঠিকভাবে বুঝে নেওয়ায় অফিসের কর্মচারী-কর্মকর্তা ও ঠিকাদারদের সম্মামনা স্বারক ও পুরস্কার প্রদান করা হয়। মোট ছয় ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। পিএমপি কাজের উপর যারা পুরস্কার গ্রহন করেন তারা হল, ঠিকাদার মো. জহুরুল ইসলাম, মিরপুর উপজেলা চেয়ারম্যান মো. কামারুল আরেফিন, সুরুনজিৎ ঘোষ, এ্যাসিসটেন্ট ওর্য়কার মো. শরিফুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. আজগার আলী, মো. হাবিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সড়ক বিভাগের সফল নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক।