প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ৫:২৫:২৬ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি : পদবী পরিবর্তন ও বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কুড়িগ্রামে ২য় দিনের মত কর্মবিরতি পালন করছে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারীগণ। কর্মবিরতি চলাকালে তারা কোন প্রকার কাজকর্ম না করায় জেলার বিভিন্ন উপজেলা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা মানুষজন ভোগান্তিতে পড়েছেন। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সংস্থাপন ও সাধারন শাখা সহ বিভিন্ন শাখাগুলো ঘুরে দেখা যায় অফিস খোলা থাকলেও চেয়ারগুলো শুন্য পড়ে রয়েছে। জেলার অন্য উপজেলা গুলোতেও উপজেলা নির্বাহীর কার্যালয় ও উপজেলা ভুমি অফিসে সকল প্রকার কাজকর্ম বন্ধ রয়েছে।
সোমবার দুপুরে কর্মবিরতি চলাকালীন সময়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কুড়িগ্রাম কালেক্টরেট সমিতি কুড়িগ্রাম জেলা শাখা আয়োজনে সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রাফিউল ইসলাম রাফি, সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ রায় প্রমুখ।