প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২০ , ৫:১৮:৪১ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার কুড়িগ্রাম সৈয়দা জান্নাত আরার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দও, অফিসার ইনচার্জ কুড়িগ্রাম সদর থানা খাঁন মো. শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড, আহসান হাবিব নিল, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক মমিনুল হক মঞ্জু, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক সানালাল বকসী, সহ. অধ্যাপক শফিকুল ইসলাম বেবু প্রমুখ।