প্রতিনিধি ১৮ মার্চ ২০২১ , ৯:০১:৪৫ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামে প্রভাষক আতাউর রহমান মিন্টুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, সন্ত্রাসীদের গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম মজিদা কলেজের সামনে অনষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আলী আহমেদ, সহকারী অধ্যাপক রাম গোপাল সরকার, প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক সুরাইয়া আকতার,প্রভাষক নাজমুন নাহার, প্রভাষক মামুন সেলিম,প্রভাষক নয়ন আহমেদ প্রমুখ।
বক্তারা এ ঘটনার নিন্দা জানান এবং অতিদ্রত সন্ত্রাসীদের গ্রেফতার ও ঘটনার বিচার দাবী করেন। উল্লেখ্য, কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আতাউর রহমান মিন্টুকে গত মঙ্গলবার দুপুরে জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া কয়েকজন সস্ত্রাসী কর্তৃক হামলার শিকার হন। এতে তার ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও তার অপর হাত ও দুই পায়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।