প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২০ , ৪:১৩:০৭ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করেছে বেসরকারী সংস্থা আশা। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মো. রেজাউল করিমের হাতে সাড়ে ৩ শতাধিক কম্বল তুলে দেন আশা কুড়িগ্রাম সদরের ব্যবস্থাপক মো. আব্দুল মান্নান মীর।
এসময় উপস্থিত ছিলেন আশা নাগেশ্বরী শাখার সিনিয়র ব্যবস্থাপক মো. রুহুল সারোয়ারসহ সদরের টেক্সটাইল, ত্রিমোহনী, রাজারহাট, উলিপুর ব্রাঞ্চের আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকগণ। বেসরকারী সংস্থা আশা প্রতি বছর জেলা প্রশাসনের মাধ্যমে শীত ও বন্যায় জেলার অসহায় ও দরিদ্র মানুষদের সহায়তা করেন। জেলা প্রশাসক মো. রেজাউল করিম জানান, হস্তান্তর করা এসব কম্বল শীত কষ্টে থাকা ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে।