প্রতিনিধি ৭ নভেম্বর ২০২০ , ৪:২৪:৪৫ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সকাল ১১ টায় কুড়িগ্রাম পৌর টাউনহলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ।
জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ রফিয়াল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান চেয়ারম্যান, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা যুবদল সভাপতি রায়হান কবির প্রমুখ।